নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী উত্তরপাড়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩ মার্চ সোমবার দুপুরে খাজা মহল প্রাঙ্গণে দক্ষিণ সুরমা উপজেলা বিভিন্ন ইউনিয়নের দুঃস্থদের মধ্যে খাদ্য সামাগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আনোয়ার হোসেন চিশতি’র সভাপতিত্বে ও রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক এর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী নুরজাহান ফেরদৌসী হুসেন।
বক্তব্য রাখেন সলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শাফরান আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন প্রিমুখ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহে রমজান উপলক্ষে এম এ মালিক এর পক্ষ থেকে এলাকার প্রায় ১৫০০ গরিব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি বস্তায় ছিলো ৮ কেজি চাউল, ৪ কেজি আলু, ৪ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক একজন মানব দরদী ও সমাজসেবী মানুষ। তিনি সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ান। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও তিনি দেশের অসহয় দরিদ্র মানুষকে সহযোগিতা করেছেন।
এরই ধরাবাহিকতায় এলাকার গরীব দুঃখী মানুষের কথা চিন্তা করে রমজান মাসের শুরুতে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। যা একটি মহত উদ্যোগে। বক্তাগণ এম এ মালিকের মত সমাজের বিত্তবানদেরকে দরিদ্রদের মুখে হাসি ফুটাতে এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply