জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জে নিখোঁজ কলেজ ছাত্রীকে প্রেমিকসহ উদ্ধার করেছে থানা পুলিশ। বিগত রবিবার (১৬ মার্চ) প্রচন্ড বৃষ্টিতে ভিজে ইফতারের সময় পরিবারের অগোচরে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় তরুণী। গত পাঁচদিন পূর্বে উপজেলার মানিকপুর ইউনিয়নে মানিকপুর গ্রামের কবির আহমদের ছেলে আবু তাহের (২১)-এর সাথে পালিয়ে যায়। পরে তরুণীর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে জকিগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি করা হয়, জিডি নং- ৭৬২।
স্থানীয় সংরক্ষিত ইউপি নারী সদস্য জাহানারা আক্তার উনু বলেন, নিখোঁজ ছাত্রীর পার্শ্ববর্তী আবু তাহেরর খালার বাড়ি হওয়ায় আসা-যাওয়ার সুবাদে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত রবিবার ওই ছেলে সাথে পালিয়ে গিয়ে তিন লাখ টাকা কাবিনে বিবাহও করে ফেলেছে। স্কুল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন অনুযায়ী মেয়ের বয়স ১৬ বছর ৮ মাস। উভয়পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমি অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ছেলের মা আমাকে কোন পাত্তা দেননি বলে বিষয়টি মিমাংসা করতে পারেনি।
এ ব্যাপারে নিখোঁজ কিশোরীর মা কাজী সালমা বেগম (দীপা) বাদী হয়ে গত বৃহস্পতিবার জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবু তাহের সহ অজ্ঞাতানামা উল্লেখ করে একটি মামলা দায়ে করেছেন।
দায়েরকৃত মামলার সূত্রে জানা যায়, ইফতারের সময় মানিকপুর গ্রামের আবু তাহের মোটরসাইকেল নিয়ে এসে তার অপ্রাপ্ত বয়সী কলেজ পড়ুয়া মেয়েকে বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে মেয়ের সন্ধান চেয়ে জকিগঞ্জ থানা একটি সাধারণ ডায়রীর করেন সালমা বেগম দীপা।
জকিগঞ্জ থানায় নিখোঁজ জিডি হওয়ায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার উপপরিদর্শক এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজার থেকে তাদের উদ্ধার করে থানা নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সাংবাদিকদের জানান, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে ওই মেয়েকে মানিকপুর এলাকা থেকে আবু তাহেরসহ আমরা উদ্ধার করি। জিজ্ঞাসাবাদে সে জানায় তাদের প্রেমের সম্পর্ক ছিল। নিখোঁজ জিডির প্রেক্ষিতে তাদের উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply