তুমি ছাড়া দিন যায় না-
রাতের ঘুম আর সয় না,
হৃদয়ে বাজে তোমার নাম,
তবুও তুমি নেই আমার ।
ঝরে পড়ে চোখের পানি-
ভেজে বালিশ প্রতিরাতি,
তোমার স্মৃতি শুধু আছে-
তুমি নেই তবুও পাশে।
ভুলতে চেয়েও পারিনি-
মনের কোনে রেখেছি যেমনি,
তুমি ছিলে হৃদয়ের গান,
এখন কেবল ব্যথার স্থান।
যে কথা বলিনি কখনো,
সে কথাই এখন কাঁদায়,
তুমি কি শুনো দূর থেকে?
নাকি অন্য কারো ছায়ায়?
লেখক পরিচিতি ঃ মোঃ ইমন মোল্যা মাগুরা জেলার শালিখা উপজেলার মশাখালী গ্রামের বাসিন্দা। জন্ম ২৬শে এপ্রিল ২০০৫ ।
তার লেখা কবিতাগুলো দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে সেগুলো হলো আমার বাবা, মা, প্রিয় বন্ধু, সময় চলে যায়, কৃষক, ধর্ষণ, বিবেকহীন নারী, ভাই-ভাই এবং সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে জুলাইয়ের স্মৃতি।
তিনি পড়ালেখার পাশাপাশি কবিতা গল্প লিখতে পছন্দ করে তার মুল উদ্দেশ্য ব্যবসা করা । তিনি পড়ালেখা করছেন এম এম কলেজ যশোর হিসাববিজ্ঞান ডিপার্টমেন্টের ছাত্র।
Leave a Reply