গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান, সেবাগ্রহীতারা সমস্যায় | তদন্ত রিপোর্ট

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রাতারগুল সোয়াম্প ফরেস্টে চলছে ব্ল্যাক টিকেট বাণিজ্য সিলেটে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে ছাড়াতে বাদির চুক্তি ৩ লাখ, আদালতপাড়ায় কানাঘুষা ওসমানী মেডিকেল কর্তৃপক্ষ অবজ্ঞা করছে স্বাস্থ্য পরিচালকের নোটিশ, লাপাত্তা রুবেল-সামছু গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান, সেবাগ্রহীতারা সমস্যায় আ.লীগের পরিবর্তনে টালমাটাল দারোগা ইবায়দুল্লাহ পিরের বাজারের দুই কিশোরীকে দিয়ে কক্সবাজারে দেহ ব্যবসা: জড়িত মা-ছেলে সাত বছরে কোটিপতি আ.লীগ দোসর পলাশ, থামছেনা দৌরাত্ব! গোয়াইনঘাটে জুড়ে কাশেম-বাবলা’র রামরাজত্ব ছাতকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের হিড়িক, জিম্মি আমজনতা ওসমানীনগরে লেংড়া এমরানের নেতৃত্বে কুশিয়ারার বালু লুটপাট 
গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান, সেবাগ্রহীতারা সমস্যায়

গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান, সেবাগ্রহীতারা সমস্যায়

বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ আহমদ বাবলু দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এমনকি জরুরী প্রয়োজনে স্থানীয় লোকজন তাকে এলাকায়ও পাচ্ছেন না। এই অবস্থায় ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। তবে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে, গ্রেপ্তার এড়াতে নাকি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু গোপনে এলাকা ছেড়ে আমেরিকায় পালিয়েছেন।

তিনি এর আগে ২০২৪ সালের জুনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই বিধিবহির্ভূতাবে আমেরিকা গমণ করেন। প্রায় ৩ মাস পর দেশে ফিরে কর্মস্থলে যোগদান করে যথারীতি বেতন-ভাতা উত্তোলন করলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ আহমদ বাবলু ২৪ মার্চ থেকে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। ভুক্তভোগীরা ইউনিয়ন পরিষদের গিয়ে তাকে পাচ্ছেন না। তার মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

বজ রবিবার সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, বিভিন্ন কাজে আসা লোকজন ভিড় করেছেন। কোনো কোনো নাগরিক জরুরি কাজে গত দুই মাসের মধ্যে ১০/১২ বার এসেও তাকে পাননি। পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যরা ও ইউপি সচিবও চেয়ারম্যানের অবস্থানের ব্যাপারে লোকজনকে কোনো সদুত্তর দিচ্ছেন না।

ভুক্তভোগী এনাম উদ্দিন জানান, তার স্ত্রীর জন্মনিবন্ধনে সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেছেন। কিন্তু একাধিকবার ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে না পাওয়ায় তা সংশোধন করতে পারছেন না। এতে স্কুলে তার মেয়ের ভর্তির কার্যক্রম ঝুলে আছে। শুধু এনাম উদ্দিন নয়, প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন সমস্যায় ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে না পেয়ে চরম হয়রানি ও বিভিন্ন সমস্যায় পড়ছেন ।

প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু ইউনিয়ন পরিষদকে না জানিয়ে রেজুলেশন ছাড়াই ২৪ মার্চ থেকে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত। তার ফোনও বন্ধ। জন্মনিবন্ধনের নিবন্ধক আইডি চেয়ারম্যানের হাতে থাকায় অন্য কেউ তা করতে পারেন না। সেবাগ্রহীতারা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। ১৬ এপ্রিল পরিষদ থেকে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে জানানো হয়েছে।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলুর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ কোনো ছুটি নেননি। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন জানিয়ে ইউনিয়ন পরিষদ থেকে প্যানেল চেয়ারম্যান চিঠি দিয়ে জানিয়েছেন। বিষয়টি জেলা প্রশাসনে অবহিত করে জনদুর্ভোগ নিরসনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে নিবন্ধক মনোনীত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
error: Content is protected !!