রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৯ আগস্ট ২০২৫ তারিখ রোজ শুক্রবার চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করা হয়। বর্ণিত চোরাচালান বিরোধী অভিযানের সফলতা নিম্নে প্রদত্ত হলোঃ
ক। অদ্য ২৯ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার ০২:৩০ মিনিটে পাথরেরচর বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৭৭/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব পাথরেরচর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ঔষধ Nimesulide-৯৮০ পিস, Dexamethasone-৫০০ পিস এবং Cyproheptadine-৫০০ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মেডিসিন ব্যাটালিয়ন সদরে ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
খ। অদ্য ২৯ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার সকাল ০৮:৪০ মিনিটে কামালপুর বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৮২/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামরামপুর বাজার ব্রীজ নামক স্থান হতে ১০২ পিস ভারতীয় ইয়াবাসহ মোঃ ওসমান গণি (২৮), পিতাঃ মৃত-কাবিল হোসেন, গ্রামঃ ষাড়মারা, পোষ্টঃ ষাড়মারা, থানাঃ ষাড়মারা ও জেলাঃ জামালপুর’কে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত আসামী ইয়াবাসহ বকশিগঞ্জ থানায় জমা করা হয়েছে।
গ। অদ্য ২৯ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ১১:৩০ মিনিটে সাহেবের আলগা বিওপি’র টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৫১/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থান হতে ভারতীয় ষাড় গরু-০৪ টি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত গরুগুলো রৌমারী কাষ্টমস্ এ জমা করা হয়েছে।
ঘ। অদ্য ২৯ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬:৫০ মিনিটে খেয়ারচর বিওপি’র টহল দল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৭১/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেয়ারচর রাবার ড্রাম ব্রীজ নামক স্থান হতে ১৫ পিস ইয়াবাসহ মোঃ ফারুক হোসেন (২৮), পিতাঃ মোঃ রইচ উদ্দিন, গ্রামঃ জোনারচর পশ্চিম পাড়া, পোষ্টঃ যাদুরচর, থানাঃ রৌমারী, জেলাঃ কুড়িগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামী রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
Leave a Reply