জুলাই গণ–অভ্যুত্থানের চেতনায় গড়ে উঠবে ন্যায়ভিত্তিক বাংলাদেশ: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | সাপ্তাহিক তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মাদরাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে জামায়াত মনোনিত প্রার্থীর বিজয় জুলাই গণ–অভ্যুত্থানের চেতনায় গড়ে উঠবে ন্যায়ভিত্তিক বাংলাদেশ: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চকরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে হাজার হাজার নেতাকর্মীদের ঢল.! রৌমারীতে চর বোয়ালমারী হাফিজা বাদ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন মধুপুর কুড়ালিয়া বিকে উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন নৌ বাহিনীর অভিযানে ভোলা মনপুরায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়  জুলাইয়ের সাহসী সাংবাদিকের পুরষ্কার পেলেন আজমল আলী কুড়িগ্রামে সেতু না থাকায় অর্ধলক্ষাধিক মানুষ সীমাহীন দুর্ভোগে! ৪ আগস্ট আন্দোলনে আহত সাংবাদিকদের গেজেট স্বীকৃতি নেই, মামলা তুলতে পরিবারকে হুমকি মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসে অশ্রুসিক্ত প্রত্যাবর্তন: ধ্বংসস্তূপ থেকে আশার আলো
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনায় গড়ে উঠবে ন্যায়ভিত্তিক বাংলাদেশ: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জুলাই গণ–অভ্যুত্থানের চেতনায় গড়ে উঠবে ন্যায়ভিত্তিক বাংলাদেশ: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক , রাজশাহী 

জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, একটি সুখী, সমৃদ্ধ এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হলে বৈষম্যমূলক ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সম্পূর্ণ অবসান ঘটাতে হবে এবং জুলাইয়ের চেতনাকে বাস্তবে রূপ দিতে হবে।

আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি জানান, গণ–অভ্যুত্থানের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ একটি বিস্তৃত সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংস্কারের মাধ্যমে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত গড়ে উঠবে।

রাষ্ট্রপতি বলেন, “জুলাই গণ–অভ্যুত্থান ছিল বছরের পর বছর ধরে চলা দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অভ্যুত্থানে অংশ নেয়।”

রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এই অভ্যুত্থানে শহীদ সকল দেশপ্রেমিক নাগরিকদের, যাঁরা স্বৈরাচারবিরোধী লড়াইয়ে আত্মত্যাগ করেছেন। তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো যোদ্ধাদের অবদানকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন। রাষ্ট্রপতি দৃঢ়ভাবে বলেন, “শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের একটি পবিত্র দায়িত্ব, এবং এই দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি দেশের সকল মুক্তিকামী ছাত্র-জনতাকে অভিনন্দন জানান। তিনি বলেন, “বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত প্রতিরোধের ফলে ২০২৪ সালের এই দিনে একটি ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে। এই বিজয় গণতন্ত্রের পথে একটি নতুন সূচনা।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
error: Content is protected !!