তদন্ত রিপোর্ট,
আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুগণ, একটি কথা হৃদয়ে ধারণ করে রাখুন — কখনো কাউকে অবহেলা করবেন না।
আপনি জানেন না, কার অন্তরে কী মহৎ গুণ, কী সম্ভাবনা বা কী গল্প লুকিয়ে আছে।
আজকের যুগের বাস্তবতা হলো, অনেকেই নিজের জীবনে সাফল্য অর্জন করতে না পারলে অন্যের সাফল্যও সহ্য করতে পারে না।
এটাই বর্তমান সময়ের সবচেয়ে বড় মানবিক দুর্বলতা।
তাই আসুন —
✨ আমরা সবাই সৎ পথে চলি,
✨ অন্যায় থেকে বিরত থাকি,
✨ এবং মানুষকে ভালো হওয়ার সুযোগ দিই।
কাউকে ছোট করে নয়, ভালোবেসে উঁচুতে তুলুন —
কারণ প্রকৃত মানুষ সে-ই, যে নিজের মতো অন্যকেও এগিয়ে যেতে সাহায্য করে।
সবাই দোয়ায় রাখবেন — আল্লাহ আমাদের সৎ পথে চলার তাওফিক দান করুন। 🤲
Leave a Reply