নিউজ ডেস্ক
রাজধানীসহ সারাদেশের দুর্যোগ ও দুর্ঘটনা প্রতিরোধে টেকসই পরিকল্পিত উন্নয়ন অবকাঠানো নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ। বিকালে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির সদস্যরা।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ, সময়ের চিত্র পত্রিকার সম্পাদক ও সমাজকর্মী আব্দুল্লা্হ আল মামুন, সাংবাদিক প্রশান্ত কুমার, এমএ রুমেল, রবিউল আহমেদ, ইসরাফিল হোসেন, ইমরান হাদী, কামরুল হাসান মেহেদী, নাঈমুল ইসলাম আরিফ, রাহাত মিয়া, বেলায়েত শাস্ত্রী, আবু রায়হান, মাহিম, সাংবাদিক জাকারিয়া রানা । এসময় রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল-আমিন এম তাওহীদ বলেন, মিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ জন নিহত এসব দেশে যত বড় বড় দুর্ঘটনা হচ্ছে তার জন্য দায়ী সংশ্লিষ্টরা। শতবছরের পরিকল্পিত শহর গড়ে না ওঠার কারনেই আজ মানুষের জীবন দিতে হচ্ছে। আমরা একটি উদাসীন সমাজে বসবাস করছি। বাড়ি ও ভবন এবং মার্কেট ভাড়া আইনটির বাস্তবায়নের কথা উল্লেখ করে বেশ কিছু দাবি সরকারের কাছে তুলে ধরেন সংস্থার সদস্যরা। যার মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা এবং ভবন, মার্কেট, শিল্পকারখানা তৈরিতে সরেজমিনে সঠিক বাস্তবায়ন করা। অনুমোদনের বাহিরে কোনো ধরনের ভবন নির্মাণে অবৈধভাবে তলা না বাড়ানো। টেকসই বেরিবাঁধ ও টেকসই উন্নয়ন করা। দুর্যোগ মোকাবিলায় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা। পরিবেশ দূষণরোধে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সবধরনের ভবনে অগ্নিকান্ড নির্বাপনের ব্যবস্থা নেওয়া। নদী ও খালের নাব্যতা ফেরানো। এসব বিষয় নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Leave a Reply