মো: আব্দুর রব, গোয়াইনঘাট থেকে: ফুটবলের অব্যাহত সাফল্য ধরে রাখতে কোনো প্রকার পক্ষপাত না করে খেলোয়াড়দের প্রতিভাকে মূল্যায়ন করে ট্যালেন্ট হান্টিং প্রক্রিয়ার মাধ্যমে মফস্বল থেকে নতুন নতুন প্রতিভা খুুঁজে বের করতে হবে। ফুটবল বাংলাদেশ দলের সাফল্যধারা বহাল রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা যথেষ্ট থাকার পাশাপাশি ক্রীড়া প্রেমীদের এগিয়ে আসতে হবে।
৫ম ডে নাইট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, দু’টি বিষয় আমাদের দেশকে পৃথিবীর বুকে ভিন্নভাবে পরিচয় করিয়ে দেয়। প্রথমত একুশে ফেব্রুয়ারি ও দ্বিতীয়ত ফুটবল। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে সম্ভাবনাময় ফুটবলার তুলে আনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিটি জায়গায় ফুটবলের মধ্যে তৈরি করতে হবে তুমুল প্রতিযোগিতা। এতে করে বাংলাদেশ দলের আজকের সাফল্যের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। মফস্বল পর্যায়ে এত জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় বন্ধু মহল স্পোটিং ক্লাব সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
বুধবার (৩ জানুয়ারী ২০২৫) ৫ম ডে- নাইট মিডবার গোয়াইনঘাট উপজেলার ১০ পশ্চিম আলীগাও ইউনিয়নের লামা সাতাইন পীরের বাজার মাঠে ৫ম ডে-নাইট টুর্নামেন্টের ফাইনাল আব্দুস শুক্কুর মাষ্টার এর সভাপতিত্বে মঞ্জুর মাষ্টারে এর পরিচালনায় প্রধান পৃষ্টপোষক রুকন আহমদ বক্তব্য রাখেন। এছাড়া্ও উপস্থিত ছিলেন- মাসুক আহমদ সাংগঠনিক সম্পাদক ১০ পশ্চিম আলীগাও ইউনিয়ন বিএনপি, জুবের আহমদ আহবায়ক কমটিরি সদস্য গোয়াইনঘাট উপজেলা যুবদল, মনন, রহিম উদ্দিন, ইসমাইল, সাদেক, সফিকুল,শহীদ উদ্দিন, আলিম উদ্দিন, কমর উদ্দিন প্রমুখ।
Leave a Reply