বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: মোঃ এনামুল হক
আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বৃহৎ জনসভা। ‘জুলাই সনদ ও পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন’ এবং ‘পাঁচ দফা দাবি বাস্তবায়ন’-এর আহ্বান জানিয়ে এই জনসভার আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান। এ ছাড়াও জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা সভায় বক্তব্য রাখবেন।
দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, এই জনসভার মূল লক্ষ্য হলো— দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার রূপরেখা জনগণের সামনে তুলে ধরা।
ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, মাইক স্থাপনসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলেও তারা আশা করছেন।
নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে পুলিশ প্রশাসন
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারওয়ার বলেন, “বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভা সম্পর্কে আমরা অবগত। জনগণের জানমাল ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি।”
তিনি আরও জানান, জনসভাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা মাঠে তৎপর থাকবেন।
ওসি সারওয়ার বলেন, “আমরা চাই সকলেই আইন মেনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।”
অনুষ্ঠানের বিবরণ:
📍 অনুষ্ঠান: বিশাল জনসভা
📅 তারিখ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
🎯 বিষয়: জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন ও পাঁচ দফা দাবি বাস্তবায়ন
👤 প্রধান অতিথি: মওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী
🏛️ আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, বড়াইগ্রাম উপজেলা শাখা, নাটোর
Leave a Reply