রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা: রৌমারীতে শুক্রবার ১০ অক্টোবর রাত ৫ টার দিকে রৌমারী থানার পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিওিতে রৌমারী সদর ইউনিয়নের রৌমারী সরকারি কলেজ মাঠে কুখ্যাত মাদক – সম্রাটকে ৩ শত ইয়াবা ট্যাবলেট, ১২ গ্রাম হেরোইন ও
বিক্রির নগদ অর্থ -৯৯৫০/- (নয় হাজার নয়শত পঞ্চাশ) টাকা সহ তাকে হাতে নাতে আটক করে রৌমারী থানা পুলিশ।
আটককৃত হলেন রৌমারী উপজেলা সদর ইউনিয়নের ডিগ্রি কলেজ পাড়া গ্রামের সুলতানের ছেলে নুর আলম (৩৬)।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং আসামিকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারা অনুযায়ী রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে। এবং মাদক অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply