রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি :
মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১২ ও ১৩ অক্টোবর ২০২৫ তারিখ রোজ রবি ও সোমবার মাদক ও চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করা হয়। বর্ণিত চোরাচালান বিরোধী অভিযানের সফলতা নিম্নে প্রদত্ত হলোঃ
ক। গত ১২ অক্টোবর ২০২৫ তারিখ রবিবার রাত ২১:১৫ মিনিটে বড়াইবাড়ী বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৬৮/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুড়িয়াচর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ-১৮ বোতল সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট ২০০ পিস, ডেক্সট্রা মেথাসন ট্যাবলেট ৩০০ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ ও ঔষধ রৌমারী থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
খ। অদ্য ১৩ অক্টোবর ২০২৫ তারিখ সোমবার রাত ০৩:৪০ মিনিটে পাথরেরচর বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৭৭/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাথরেরচর নামক স্থান হতে ভারতীয় মদ-০৬ বোতল এবং Amlokind ট্যাবলেট ১২০০ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ এবং ঔষধ দেওয়ানগঞ্জ থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
গ। অদ্য ১৩ অক্টোবর ২০২৫ তারিখ রোজ সোমবার আনুমানিক সকাল ০৯:৩০ মিনিটে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ রৌমারী বিওপির সীমান্ত পিলার ১০৬৪/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্যাপারী পাড়া নামক স্থান হতে ভারতীয় ইয়াবা-১০২ পিস এবং বাটন মোবাইল ০২টিসহ ০২ জন আসামী মোঃ মনোয়ারুল ইসলাম (২৭), পিতা মৃত-তসলিম উদ্দিন ও মোঃ নুর আলম (৩৯), পিতা মৃত-আঃ রহমান (নয়ামিয়া) উভয়ের গ্রাম- হাজী পাড়া, পোষ্ট থানা হাট, থানা- চিলমারী, জেলাঃ কুড়িগ্রামকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামীদ্বয়কে রৌমারী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
Leave a Reply