এম,এ,মান্নান,নিয়ামতপুর (নওগাঁ)
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাও তার ব্যতিক্রম নয়। উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে জনবহুল বাজারগুলোতে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। এই নির্বাচনী পরিবেশে জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের দলীয় প্রতীক দাড়িপাল্লাকে সামনে রেখে ব্যাপক প্রচারণা চালাচ্ছে।
দলের এমপি পদপ্রার্থী মোঃ মাহবুবুল আলম নেতৃত্ব দিচ্ছেন এই প্রচারণায়। তিনি গ্রামে গ্রামে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নিচ্ছেন এবং উন্নয়নমূলক নানা পরিকল্পনার কথা তুলে ধরছেন। তিনি জনগণকে আশ্বস্ত করছেন যে, সুযোগ পেলে তিনি এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা ও কৃষির উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।প্রচারণার প্রতিটি পর্বে স্থানীয় জনগণের অংশগ্রহণে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে। শুধু ভোট প্রার্থনা নয়, বরং গ্রামীণ মানুষের হৃদয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করাই যেন এই প্রচারণার মূল উদ্দেশ্য। মোঃ মাহবুবুল আলম বিভিন্ন স্থানে বক্তব্য রাখতে গিয়ে বলেন—“আমাদের রাজনীতি মানুষের সেবা করার জন্য। আমরা ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থ নয়, জনগণের কল্যাণ নিশ্চিত করতে চাই। দাড়িপাল্লা প্রতীককে জয়ী করলে আপনাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব আমরা নেব।”এছাড়া প্রচারণায় অংশ নেন শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শামসুল আলম। তিনি ইউনিয়ন পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো, কৃষি উন্নয়ন, পানি সংকট নিরসন ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তিনি তুলে ধরেন। তার উপস্থিতি প্রচারণাকে আরও গতিশীল করে তোলে।প্রচারণার আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন শালবাড়ী মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মাজাহারুল ইসলাম। তিনি তার ধর্মীয় বক্তব্যে মানুষের নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হলে ইসলামের আদর্শে পরিচালিত নেতৃত্ব নির্বাচন করা অত্যন্ত জরুরি। আমরা চাই সমাজে ন্যায়, সত্য ও সততার ভিত্তিতে প্রশাসন পরিচালিত হোক।”
এছাড়া স্থানীয় জামায়াতে ইসলামী বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা দলীয় লিফলেট বিতরণ, মাইকিং, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে জনগণের কাছে দাড়িপাল্লা প্রতীকের গুরুত্ব তুলে ধরেন। গ্রামে গ্রামে গিয়ে তারা কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও নারী ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমর্থন আদায় করেন।
পুরো নিয়ামতপুর উপজেলা এখন নির্বাচনী উচ্ছ্বাসে মুখর। বাজারে, চায়ের দোকানে, রাস্তার মোড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে আসন্ন নির্বাচন। জামায়াতে ইসলামী বাংলাদেশের দাড়িপাল্লা প্রতীকের প্রচারণা গ্রামীণ জনগণের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সাধারণ মানুষ আশাবাদ ব্যক্ত করছেন যে, নির্বাচনের মাধ্যমে যদি যোগ্য ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হয়, তবে তাদের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটবে।
সব মিলিয়ে বলা যায়, নিয়ামতপুর উপজেলার গ্রামে গ্রামে জামায়াতে ইসলামী বাংলাদেশের দাড়িপাল্লার প্রচারণা নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এই প্রচারণা শুধু ভোটের আহ্বান নয়, বরং জনগণকে ন্যায়, সত্য ও সেবামুখী রাজনীতির প্রতি অনুপ্রাণিত করছে।
Leave a Reply