সিলেটে বিদ্যুতের খাম্বায় প্রাইভেটকারের ধাক্কায় ঝরল ৩ যুবকের প্রাণ | সাপ্তাহিক তদন্ত রিপোর্ট

রবিবার, ০৬ Jul ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
বিছনাকান্দি সীমান্তে চোরাচালানের নেপথ্য তিন কুতুবের মাফিয়া গ্যাং সিলেটে নিজ বাড়িতে রাজার হালে ডেভিল কামরান ২৩টি সোনার বারসহ দুই চোরাকারবারি আটক গোয়াইনঘাটে দুই পুলিশের তত্বাবধানে চলছে চোরাচালান জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে গভীর রাতে পুলিশী হয়রানির অভিযোগ সুরমায় বালু উত্তোলনের তান্ডবে ধ্বংস বন্যা নিয়ন্ত্রন বাঁধ সিলেটে সেনা অভিযানে অস্তিত্ব সংকটে চোরাই রাজ্য, হাল ধরেছে টেটু সুমন! একাধিক পত্রিকার ভূয়া পরিচয়ধারী মমিন আনসারীর তান্ডবে গনমাধ্যম প্রশ্নবিদ্ধ! দুই কিশোরী নিখোঁজে সাংবাদিক জামালকে ফাঁসানোর চেষ্টা: তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের নিন্দা গোলাপগঞ্জে বখাটের নির্যাতনে তরুণীর পড়ালেখা বন্ধ
সিলেটে বিদ্যুতের খাম্বায় প্রাইভেটকারের ধাক্কায় ঝরল ৩ যুবকের প্রাণ

সিলেটে বিদ্যুতের খাম্বায় প্রাইভেটকারের ধাক্কায় ঝরল ৩ যুবকের প্রাণ

জৈন্তাপুরে বিদ্যুতের খাম্বায় প্রাইভেটকারের ধাক্কায় ঝরল ৩ যুবকের প্রাণ
জৈন্তাপুরে বিদ্যুতের খাম্বায় প্রাইভেটকারের ধাক্কায় ঝরল ৩ যুবকের প্রাণ

জৈন্তাপুর সংবাদদাতা: সিলেট-তামাবিল মহাসড়ক সাকিনস্থ ধামড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার দূর্ঘটনার স্বীকার হয়। এই ঘটনায় ঝরল ৩ যুবকের প্রাণ ও ১জন গুরুত্বর আহত হয়েছেন।

সূত্রমতে, শুক্রবার (২০ ডিসেম্বর) জৈন্তাপুরের লাল-শাপলা বিল হতে সিলেটে ফেরার প্রাক্কালে সকাল ১১ টায় সিলেট-তামাবিল মহাসড়কে ধামড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২১৩-৩৮৫৪) বিদ্যুতের খাম্বায় ধাক্কা লেগে প্রাইভেট কারটি দূমড়ে-মুছড়ে যায় এবং দূর্ঘটনায় ঘটনাস্থলেই ২ যুবক প্রাণ হারায়।

এছাড়াও গুরুত্বার আহতবস্থায় আরোজৈন্তাপুরে বিদ্যুতের খাম্বায় প্রাইভেটকারের ধাক্কায় ঝরল ৩ যুবকের প্রাণজৈন্তাপুরে বিদ্যুতের খাম্বায় প্রাইভেটকারের ধাক্কায় ঝরল ৩ যুবকের প্রাণও ২ যুবককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর এক যুবক প্রাণ হারায়।

ঘটনাস্থলে নিহত দুইজন হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখলেছ মোহন (২০), এই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১) ও চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমান (২০) নামের আরও যুবকের মৃত্যু হয়। অপর আহত ১জনের নাম পরিচয় জানা-যায়নি।

সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপরদুইজনকে স্থানীয় জনতার সহযোগিতায় উদ্ধার করে মেডিকেল প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরোও ১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। দূর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
error: Content is protected !!