বিশেষ প্রতিবেদন
পাবনার সাঁথিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার নেতৃত্বে ৩১জুলাই (বৃহস্পতিবার) উপজেলা সদরের চক কোনাবাড়িয়া এলাকায় সাবিনকো ইউনানী ল্যাবরেটরি নামে একটি ওষুধ কোম্পানিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টীম অভিযানে সহযোগিতা করে।
অভিযান কালে কোম্পানীটিতে গুরুতর অনিয়ম ও অসঙ্গতি ধরা পরে। কাগজপত্র ও লাইসেন্সের পরিস্থিতি পরীক্ষা করে দেখা যায়, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ। যা উক্ত ব্যবসার বৈধতা প্রশ্নবিদ্ধ করে। ব্যবহৃত DAR নাম্বারের রেজিস্ট্রেশন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এছাড়াও প্রতিষ্ঠানটির কাছে পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই এবং লাইসেন্সে একজন কিউসি (Quality Controller) কর্মকর্তার নাম থাকলেও বাস্তবে তিনি প্রতিষ্ঠানটিতে কর্মরত নেই।
এসব গুরুতর অনিয়মের কারনে সাবিনকো ইউনানী ল্যাবরেটরি নামের ঐ কোম্পানী সীলগালা করে দেয়া হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের মালিককে ২লাখ টাকা জরিমানা করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রিজু তামান্না জানান, বৈধতা না থাকা স্বত্বেও দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটিতে গোপনে ঔষধ প্রস্তুত ও বাজারজাত করা হচ্ছিলো। যেটা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য। জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এধরনের অনিয়ম ও বেআইনী কার্যক্রম স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি তৈরি করে। যা মানুষের জীবন ও স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে। তিনি আরও বলেন, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার সংরক্ষণে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply