আব্দুল্লাহ আল মোমিন ব্যুরোচিপ রাজশাহী
পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াতে ইসলামী মনোনীত পাবনা-৫ আসনের এমপি প্রার্থী বলেছেন, পাবনার সামগ্রিক উন্নয়ন করে উন্নত জেলা শহরে রূপান্তরিত করার চেষ্টা করব। গতকাল বুধবার ( ০৬ আগষ্ট ) সাপ্তাহিক তদন্ত রিপোর্ট এর রাজশাহী ব্যুরোচিপ আব্দুল্লাহ আল মোমিন প্রিন্সিপ্যাল ইকবাল হোসাইনের সাথে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন।
প্রিন্সিপাল ইকবাল হোসাইন আরো বলেন, আমি পাবনার সন্তান পাবনার উন্নয়নে কাজ করবো আপনাদের সাথে, আপনাদের সহযোগিতা প্রয়োজন। স্থানীয় সমাজসেবকদের কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, অতিতে পাবনার উন্নয়নে কাজ করেছেন, বিশেষ করে সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের কথা উল্লেখ করে বলেন, তিনি পাবনার ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন। তার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
বিগত সরকারের সময় আমরা নির্যাতনের মধ্যে থেকেও পাবনার মানুষের পাশে ছিলাম আগামীতেও থাকবো ইনশা আল্লাহ।
Leave a Reply