পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় সিলেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ | তদন্ত রিপোর্ট

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় সিলেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় সিলেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সিলেট মেট্রোপলিন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম সেবা বলেছেন, শিশুদের চিত্ত বিনোদনের জন্য যেমনি খেলাধুলা প্রয়োজন, তেমনি শারীরিক ও মানসিক বিকাশের জন্য সহায়ক।

তিনি বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। সত্যিকার অর্থে ভালো মানুষ হতে হলে সুশিক্ষা অপরিহার্য। সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি করতে হলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব।


তিনি ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিলেট পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রমা রাণী চক্রবর্ত্তী, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও জাকির আহমদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মাসুদ রানা পিপিএম,  অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ বশির আহমদ, উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত তোফায়েল আহমদ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার আহমদ মাইনুল হাসান,  অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটিএসবি), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ শাহরিয়ার আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ফোর্স) মোঃ মনজুরুল আলম, উপপুলিশ কমিশনার মোঃ রিয়াজুল করিব, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খান, উপপুলিশ কমিশনার (ডিবি) বিএম আশরাফ উল্যাহ তাহের, বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য, বিশিষ্ট কলামিস্ট-সাংবাদিক আফতাব চৌধুরী, অভিভাবক সদস্য আহমদ কবির রিপন, রুমানা বাহার চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
error: Content is protected !!