আঃ আজিজ চৌধুরী মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইলের মধুপুরে স্মরণকালের বিশাল মিছিল সম্পন্ন করলেন টাঙ্গাইল -১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা কর্নেল আসাদুল ইসলাম আজাদ ।
জুলাই – আগষ্টের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে এই ঐতিহাসিক মিছিল অনুষ্ঠিত হয়েছে । লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম (আজাদ) এর মধুপুরের ময়মনসিংহ রোডের কেন্দ্রীয় কার্যালয় থেকে হাজার হাজার নারী পুরুষ নিয়ে কর্নেল আজাদ মিছিল সহকারে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক দিয়ে মধুপুর উপজেলা পরিষদ হয়ে বাজার পদক্ষিন করে মধুপুর রাণীভাবানী পাইলর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় । কর্নেল আজাদ এর নেতৃত্বে মধুপুরে স্মরণকালের এই মিছিলে হাজার হাজার মানুষের অংশগ্রহণ ঐতিহাসিক দৃষ্টান্ত স্হাপন করেছে বলে মনে করেন স্হানীয় জনতা ।
মিছিল শেষে মধুপুর রাণীভবানী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য টাঙ্গাইল -১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) আসাদুল ইসলাম (আজাদ) বলেন, ” মধুপুরের স্বরণকালের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । আমরা এভাবেই জনগণের ভালোবাসা নিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিবো। আমি এমপি না হতে না পারি কিন্তু ধনবাড়ী – মধুপুরের জনগণের জন্য কাজ করে যাব । আজকে কোন গরীব মানুষের সমস্যা হলে একমাত্র আমিই ছুটে যাই । এই ছুটে যাওয়া এমপি নির্বাচন পযর্ন্ত শেষ হয়ে যাবে না । ধনবাড়ী – মধুপুরের বেকারত্ব দূর করতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গড়া থেকে আমি সরে যাবো না । সন্তান যাতে মানুষ হয় সেই চেষ্টা অব্যাহত থাকবে । আমি চাই ধনবাড়ী -মধুপুর একটা মডেল হবে, এই মডেল টা জনাব তারেক রহমানকে বুঝানোর দায়িত্ব আমার । আমি আপনাদের আবার ডাকবো শুধু আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য । সৎ উদ্দেশ্য ভালো কাজ থেকে কেউ আমাকে নিবৃত্ত করতে পারবে না “।
Leave a Reply