মোঃ দোয়েল আহম্মেদ ,ব্যবস্থাপনা সম্পাদক, তদন্ত রিপোর্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে নিরলসভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মো. কামাল হোসেন।
রবিবার সকালে তিনি গোয়ালকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় বাড়ি বাড়ি গিয়ে নারী-পুরুষ ভোটারদের হাতে তুলে দেন ৩১ দফা কর্মসূচির লিফলেট এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন আহ্বান জানান।
অধ্যাপক কামাল হোসেন বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপির ৩১ দফা হলো জনগণের মুক্তির রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মাস্টার ইউসুফ আলী, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান টমি, গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রচারাভিযান চলাকালে গোয়ালকান্দি এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় চারপাশ। অধ্যাপক কামাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই গণসংযোগে স্থানীয় জনগণও অংশগ্রহণ করেন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে।
Leave a Reply