মো: দোয়েল আহম্মেদ, ব্যবস্থাপনা সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক সাংগঠনিক সভা। ২৮ আগস্ট (বৃহস্পতিবার) উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
বিকেল ৪ ঘটিকার বাগমারা উপজেলা বিএনপি কেন্দ্রীয় পার্টি অফিসে ১৬ টি ইউনিয়ন বিএনপির সভাপতি , সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হন।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ কামাল হোসেন। তিনি বলেন,
> “দেশের এই দুঃসময়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেবল উৎসবের উপলক্ষ নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারের দিন। আমাদের ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে
সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। তারা সবাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলকে সুসংগঠিত করে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজনে ছিলো বাগমারা উপজেলা বিএনপি এবং এর অধীনস্থ অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
সাংগঠনিক এই সভা বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও দৃঢ়তা এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন উপস্থিত নেতারা।
Leave a Reply