আসির ফয়সার: রাজধানী ঢাকার এক চাঁদাবাজির মামলায় বিতর্কিত সাংবাদিক “দৈনিক পাবনার চেতনা” এর সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক আদনান উদ্দিন গ্রেফতার হওয়ায় পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২২ আগস্ট) রাত ৯টায় পাবনার স্বাধীনতা চত্বর থেকে এ আনন্দ মিছিল বের হয়। সাবেক ছাত্রনেত্রী ও পাবনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র সিরাজুম মুনিরার নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ চত্বরে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তৃতাকালে সিরাজুম মুনিরা বলেন, “আদনান উদ্দিন সাংবাদিকতা পেশাকে কলুষিত করেছেন। তার মত লোকদের জেলেই থাকা উচিত, সমাজে নয়। আমরা তার কঠিন বিচার দাবি করছি।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে কেউ রক্ষা পাবে না।”
পথসভায় উপস্থিত বিক্ষোভকারীরা আদনান উদ্দিনের বিরুদ্ধে নানা স্লোগান দেয় এবং চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
বক্তব্য শেষে সিরাজুম মুনিরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের সাথে সাক্ষাৎ করেন এবং আদনান উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান জানান। এরপর শহীদ চত্বরে আদনান উদ্দিনের গ্রেফতারের খুশিতে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, ঢাকার এক চাঁদাবাজির মামলায় শুক্রবার দুপুরে পাবনা শহরের নিজ বাড়ি থেকে আদনান উদ্দিনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply