| সাপ্তাহিক তদন্ত রিপোর্ট

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
তিন দফা দাবিতে রুয়েটে বিক্ষোভ রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন মাদকদ্রব্য আটক প্রসঙ্গে। ইলিশের কম ধরা পরায় বাজারে দাম বেশি: ফরিদা আখতার ঝিকরগাছায় বাস ও পিক‌আপের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত দূর্গাপুরে আকশা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ মাদ্রাসার ছাত্রকে অপহরণকারী ২জন যুবক মুক্তিপণ সহ লোহাগাড়ায় গ্রেফতার রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন মাদকদ্রব্য আটক প্রসঙ্গে রৌমারীতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ লোহাগাড়ায় তুচ্ছ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু পটুয়াখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত…

Terms & Condition

এই Terms & Conditions (“শর্তাবলী”) Tadanta Report (তদন্ত রিপোর্ট) ওয়েবসাইটের (“ওয়েবসাইট”, “আমরা”, “আমাদের”) ব্যবহার ও পরিষেবাদি সম্পর্কে আপনার অধিকার ও কর্তব্য নির্ধারণ করে। ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি এই শর্তাবলীর সব ধারা মেনে নিচ্ছেন।


১. গ্রহণযোগ্যতা (Acceptance of Terms)

  • ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলী মেনে নিচ্ছেন।
  • যদি আপনি এই শর্তাবলী মেনে নিতে অক্ষম হন, তাহলে দয়া করে ওয়েবসাইট ব্যবহার করবেন না।

২. পরিবর্তন (Changes to Terms)

  • আমরা সময়-সাপেক্ষে এই শর্তাবলী পরিবর্তন করতে পারি।
  • পরিবর্তনগুলি ওয়েবসাইটে প্রকাশ করা হবে, এবং প্রয়োজনে আপডেট সময় নির্দেশ দেওয়া হবে।
  • পরিবর্তিত শর্তাবলী কার্যকর হবে প্রকাশের তারিখ থেকে, পরবর্তীতে ওয়েবসাইট ব্যবহার করা হলে তা আপনি গ্রহণ করেছেন ধরা হবে।

৩. ব্যবহারকারীর দায়বদ্ধতা (User Responsibilities)

  • আপনি ওয়েবসাইটে প্রদত্ত তথ্য সঠিক ও বাস্তবভিত্তিক থাকতে পারেন।
  • আপনি কোনো ভুল, কথিত কлевিয় বা defamatory (মানহানিকর), অবৈধ, অশ্লীল বা অন্যের অধিকার লঙ্ঘনকারী তথ্য পোস্ট করবেন না।
  • কপিরাইট, বাণিজ্যিক গোপনীয়তা ও অন্যান্য বুদ্ধিমত্তা সম্পদ আইন অনুসারে অন্যের কাজ ব্যবহার করার আগে অনুমতি নিন।
  • আপনি স্প্যাম, ম্যালওয়্যার, ভাইরাস বা অন্য খারাপ উদ্দেশ্যপূর্ণ কোড বা বিষয়বস্তু ব্যবহার করবেন না।

৪. বুদ্ধিমত্তা সম্পত্তি (Intellectual Property)

  • ওয়েবসাইটে উপস্থিত সব লেখচিত্র, নিউজ রিপোর্ট, ছবি, ভিডিও বা অন্যান্য কন্টেন্ট (যদি নিজস্ব বা অনুমোদিত) আমাদের বা আমাদের অনুমোদিত তৃতীয়-পক্ষের বুদ্ধিমত্তা সম্পত্তি।
  • কোন কন্টেন্ট পুনরায় প্রকাশ, বিতরণ, পরিবর্তন, বিক্রি বা ব্যবহার করার জন্য আমাদের লিখিত অনুমোদন প্রয়োজন।

৫. বিজ্ঞাপন ও তৃতীয়-পক্ষ লিঙ্ক (Advertisements & Third-Party Links)

  • ওয়েবসাইটে বিজ্ঞাপন থাকতে পারে, যা তার নিজস্ব শর্তাবলী ও নীতি অনুযায়ী কাজ করে।
  • তৃতীয়-পক্ষের ওয়েবসাইট বা লিঙ্ক প্রদর্শিত হতে পারে; এই লিঙ্কগুলোর বিষয়বস্তু, প্রাইভেসি ও নিরাপত্তার দায়ের আমরা বহির্গত।

৬. দোষ ও অস্বীকৃতি (Disclaimer & Limitation of Liability)

  • আমরা সর্বোচ্চ চেষ্টা করি তথ্য সঠিকভাবে উপস্থাপন করার; তবে সব সময় ভুল বা টাইপোগ্রাফিক ভুল হতে পারে।
  • ওয়েবসাইটে কোন তথ্য ব্যবহার থেকে হয়তো কোনো ক্ষতি হলে, আমরা তার জন্য দায়ী থাকবো না।
  • আইন অনুযায়ী যতদূর সম্ভব, আমাদের দায়বদ্ধতা সীমিত থাকবে যা ওয়েবসাইট ব্যবহারের ফলস্বরূপ সরাসরি বা পরোক্ষ কোনো ক্ষতিতে হয়।

৭. ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা (Privacy)

  • আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার আমাদের Privacy Policy অনুযায়ী হবে।
  • গোপনীয়তা নীতি (Privacy Policy) এই শর্তাবলী অংশ এবং আপনি দুই নীতি যাচাই করে থাকতে হবে।

৮. রিপোর্ট করা ও অভিযোগ (Reporting & Complaints)

  • যদি আপনি কোন বিষয়বস্তু দেখতে পান যা শ্লীলতা, কপিরাইট, বা অন্য কোন আইন লঙ্ঘন করে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
  • অভিযোগ প্রক্রিয়াটি নির্দিষ্ট বিভাগে পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৯. আইন ও বিচারবিভাগ (Governing Law & Jurisdiction)

  • এই শর্তাবলী বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বিষয়ভিত্তিক হবে।
  • কোনো বিতর্ক হলে সেটি আদালতের মাধ্যমে সমাধান করা হবে, যার অধীনে বিচারব্যবস্থা ঢাকা / বাংলাদেশ-ভিত্তিক থাকবে।

১০. সম্পূর্ণ চুক্তি (Entire Agreement)

  • এই শর্তাবলী এবং আমাদের প্রাইভেসি পলিসি মিলিয়ে আপনার সঙ্গে আমাদের মধ্যকার পুরো চুক্তি গঠন করে।
  • পূর্বের কোন মৌখিক বা লিখিত আলোচনা, অফার বা চর্চা যা এই শর্তাবলীর সাথে বিরোধপূর্ণ, তা অযাচিত ও অপ্রযোজ্য হবে।

যোগাযোগ

শর্তাবলী সংক্রান্ত প্রশ্ন বা উদ্বেগ থাকলে, দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন:

  • ই-মেইল: tadantareport1992@gmail.com
  • অফিস ঠিকানা: আলীজা ভবন (৩য় তলা), ফকিরাপুল মতিঝিল, ঢাকা-১০০০

© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

error: Content is protected !!