অভ্যন্তরীণ দ্বন্দ্বে আজ যে ৬ জেলার বাস চলাচল বন্ধ  | তদন্ত রিপোর্ট

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মেন্দি পাড়া হাই স্কুল মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক, নেতৃত্বে অধ্যাপক কামাল হোসেন পুরোনো বিএনপি নেতাকর্মীদের সমন্বয়ে শিমুল বিশ্বাসকে ঘিরে নির্বাচনী আলোচনা“পাবনা সোসাইটি”-এর উদ্যোগে ঐক্যবদ্ধ রাজনীতির অঙ্গীকার পাবনা ফরিদপুর ও সাঁথিয়ার যৌথ অভিযানে ৪০ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস পাবনা বিটিসিএল অফিসে অনিয়ম–অবহেলা চাহিদা নেই দাবি করলেও কোটি টাকার সরকারি ব্যয়; সেবায় ভোগান্তি, পুনর্গঠনের দাবি পুকুরের মাঝে বিদ্যুতের খুঁটি, আতঙ্কে রয়েছে গ্রামের মানুষ রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ-১৬ বোতল আটক। খাদ্য বান্ধব কর্মসূচির লটারিতে প্রাপ্ত ডিলারশিপ বুঝে না পেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের দোরগোড়ায় অধ্যাপক কামাল হোসেন — বাগমারায় ৩১ দফা প্রচারে সরব বিএনপি দুর্যোগ ও দুর্ঘটনা প্রতিরোধে টেকসই পরিকল্পিত উন্নয়ন অবকাঠানো নির্মাণের দাবি রাইট টক বাংলাদেশের।
অভ্যন্তরীণ দ্বন্দ্বে আজ যে ৬ জেলার বাস চলাচল বন্ধ 

অভ্যন্তরীণ দ্বন্দ্বে আজ যে ৬ জেলার বাস চলাচল বন্ধ 

Manual3 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: ময়মনসিংহে পরিবহন মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নগরীর মাসকান্দা বাস কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এ নিয়ে জেলা প্রশাসনসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় জেলা পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিষ্ট শ্রমিক মালিকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এর আগে এদিন দুপুর ১টায় নগরীর মাসকান্দাস্থ ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে শতাধিক ব্যক্তি অংশ নেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল) বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জেলা মটর মালিক সমিতির সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর মাহমুদ আলম।

Manual7 Ad Code

তিনি বলেন, একটি মহল জোরপূর্বক গাড়ি চালাতে চায়। কিন্তু তাদেরকে সুযোগ না দেওয়ায় তারা এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার নেপথ্যে নগরীর একটি প্রভাবশালী মহল, যারা আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত। তারা নেপথ্যে থেকে হামলাকারীদের মদদ দিচ্ছে। এসব কারণে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাতেই উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা চেষ্টা করছি আলোচনার মাধ্যমে জনভোগান্তি লাঘবে যান চলাচল স্বাভাবিক করতে। আমরা চাই জনগণের ভোগান্তি না হোক।

জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা মো. শরাফ উদ্দিন কোহিনূর বলেন, বিগত ৪ মার্চ পর্যন্ত ময়মনসিংহে ইউনাইটেডের ব্যানারে ৯০টি বাস ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচল করছে। এর মধ্যে ৬০টি বাস ঢাকার পরিবহন নেতা সাইফুল বাতেনের। বাকি ৩০টি ময়মনসিংহের। এর মধ্যে ১৩টি গাড়ির মালিক আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীম। বাকি ১৭টি গাড়ির মালিক মালিক সমিতির নেতৃবৃন্দ। ফলে চাহিদার চেয়ে এ সড়কে গাড়ি বেশি হয়ে যাওয়ায় সম্প্রতি ব্যবসায় মন্দাভাব শুরু হয়েছে। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে অসন্তোষ চলছিল। এরই মাঝে সম্প্রতি জামায়াত নেতা মাহাবুব ইউনাইটেডের ব্যানারে একটি গাড়ি প্রবেশ করান। তবে কিছু দিন আগে মাহাবুবের গাড়িসহ মোট ৫টি গাড়ি ওই ব্যনার থেকে বের করে দেওয়া হয়। এসব কারণে এই হামলার ঘটনা ঘটতে পারে। তবে কারা এই হামলা বা ভাঙচুরের সঙ্গে জড়িত তা বলতে পারছি না।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। পুলিশের কাছে তিনি পলাতক। কিন্তু অদৃশ্য ক্ষমতায় গত এক বছর ধরে বিভিন্ন ব্যানারে এসইপিএল’র ৭০ থেকে ৮০টি গাড়ি চলাচল করছে। এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে।

Manual8 Ad Code

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি- মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রথমদিকে শুধুমাত্র ঢাকামুখী ইউনাইটেড বন্ধ রাখার কথা জানানো হলেও এখন ৬ জেলার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Manual5 Ad Code

তবে ঘটনার বিষয়ে জানতে জামায়াত নেতা মো. মাহাবুবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

এদিকে হামলার ঘটনার প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুপুরের দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্র নিয়ে বাস কাউন্টারে হামলা চালায়। হামলা করে কাউন্টার ও ভেতরে ভাঙচুর করে। এ সময় কাউন্টারে থাকা টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টারটি বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েকশ যাত্রী। যাত্রীরা অগ্রিম টিকিট করেও গন্তব্যে যেতে পারছেন না।

মজিবুর রহমান নামে ঢাকাগামী এক যাত্রী বলেন, আমি অগ্রিম টিকেট করে রেখেছিলাম। কিন্তু বাসস্ট্যান্ডে এসে দেখি কে বা কারা কাউন্টার ভাঙচুর করায় বাস চলাচল বন্ধ রয়েছে। আমি ঢাকা গিয়ে সেখান থেকে বরিশাল যাব, সেখানে লঞ্চের টিকিট ক্রয় করা আছে। কিন্তু এখন এখন কোনোভাবেই আমি ঢাকা যেতে পারছি না।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, যারা ভাঙচুর করতে এসেছিলেন তারা ‘আওয়ামী লীগ নেতা শামীমের বাস চলবে না’ বলে স্লোগান দিচ্ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code
error: Content is protected !!