সিলেটে একতলা ভবনের অনুমতি নিয়ে পাঁচতলা নির্মান

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পাবনা ফরিদপুর ও সাঁথিয়ার যৌথ অভিযানে ৪০ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস পাবনা বিটিসিএল অফিসে অনিয়ম–অবহেলা চাহিদা নেই দাবি করলেও কোটি টাকার সরকারি ব্যয়; সেবায় ভোগান্তি, পুনর্গঠনের দাবি পুকুরের মাঝে বিদ্যুতের খুঁটি, আতঙ্কে রয়েছে গ্রামের মানুষ রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ-১৬ বোতল আটক। খাদ্য বান্ধব কর্মসূচির লটারিতে প্রাপ্ত ডিলারশিপ বুঝে না পেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের দোরগোড়ায় অধ্যাপক কামাল হোসেন — বাগমারায় ৩১ দফা প্রচারে সরব বিএনপি দুর্যোগ ও দুর্ঘটনা প্রতিরোধে টেকসই পরিকল্পিত উন্নয়ন অবকাঠানো নির্মাণের দাবি রাইট টক বাংলাদেশের। শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অবৈধ লটারিতে প্রশাসনের নীরবতা: পুরস্কারের প্রলোভনে নিঃস্ব সাধারণ মানুষ লোহাগড়া উপজেলায় খাল থেকে মানুষের ক’ঙ্কা’ল উদ্ধার,,
সিলেটে একতলা ভবনের অনুমতি নিয়ে পাঁচতলা নির্মান

সিলেটে একতলা ভবনের অনুমতি নিয়ে পাঁচতলা নির্মান

Manual2 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: সিলেট মহানগরীর ১৯নং ওয়ার্ডের আওতাধীন রায়নগরে ফায়ার সেফটি না মেনে একতলা ভবন নির্মানের অনুমতি নিলেও অবৈধভাবে ৫ তলা ভবন নির্মানের অভিযোগ উঠেছে।

সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী নগরের ভেতরে কোনো ভবন নির্মাণ করতে হলে সেই ভবনের প্রবেশের সড়ক অন্তত পক্ষে ১৭ ফুট হতে হবে। যে যেকোনো দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের গাড়ি যাতে সহজে বাসায় ডুকতে পারে। অথচ সিটি কর্পোরেশন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাঁচ ফুটের প্রবেশ রাস্তার ভেতরে ‘আতরাহ ভিলা’ নামক একটি পাঁচতলা ভবন নির্মান করেছেন ওসমানীনগর থানার গোয়ালাবাজার খাদিমপুর গ্রামের প্রবাসী কামরুজ্জামান।

Manual1 Ad Code

এ নিয়ে গত মঙ্গলবার সিসিকে একটি অভিযোগ দিয়েছেন প্রতিবেশী ফয়েজ আহমদ। এই ভবন নির্মানের অনুমতিসহ ফায়ার সেফটি বিষয়টি জানা নেই বলে জনিয়েছে সিসিক কর্তৃপক্ষ! বিষয়টি দেখবেন এবং ব্যবস্থা গ্রহন করবেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

Manual8 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ওসমানীনগর থানার গোয়ালাবাজার খাদিমপুর গ্রামের স্থায়ী প্রবাসী কামরুজ্জামান একযুগ পূর্বে অনুমানিক ৯ শতক জমি ক্রয় করে সিটি কর্পোরেশনের আইন না মেনে আতরাহ ভিলা নামে একটি পাঁচ তলা ভবন নির্মান করেছেন। তিনি জমি ক্রয় করে ১২ বছর আগে একতলা এবং গত তিন বছরে কৌশলে বাকি চারতলা বিনা অনুমতিতে নির্মান করেছেন। দীর্ঘদিন থেকে এই ভবনে ৯টি পরিবারের প্রায় ৪০ জন মানুষ ভাড়া দিয়ে বসবাস করছেন।

Manual7 Ad Code

বসবাসকারীর মধ্যে শিশু ও বৃদ্ধ নারী-পুরুষও আছেন। সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী শহরের ভেতরে কোনো ভবন নির্মান করতে হলে সেই ভবনের প্রবেশের সড়ক অন্তত পক্ষে ১৭ ফুট হতে হবে। যাতে যেকোনো অঘটন ঘটলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সহজে বাসায় ঢুকতে পারে। অথচ কামরুজ্জামান সিটি কর্পোরেশন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৫ ফুটের প্রবেশ রাস্তার ভেতরে ৫তলা ভবন নির্মান করে বাসাভাড়া বাণিজ্যে মেতেছেন। বাসায় বসবাসকারী মানুষের জীবন ঝুঁকিতে রেখে তার এই বানিজ্য এলাকার সচেতন নাগরিকদের আতঙ্কিত করছে।

Manual3 Ad Code

এ ভবনে আগুন লাগে তবে ভবনে থাকা মানুষকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করা অসম্ভব হবে। এই সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলও একসাথে যাওয়া আসা করতে পারে না। অনেক কষ্টে একটি রিকশা প্রবেশ করলেও কোনো সিএনজি অটোরিকশা প্রবেশ করতে পারে না। এমন পরিস্থিতিতে কামরুজ্জামানের ভবনে থাকা ভাড়াটিয়ারা আগুন লাগলে জীবননাশের শঙ্কা রয়েছে।

এ ছাড়া ওই ভবনে যদি কোনো কারণে অগ্নিকান্ড ঘটে তবে আমার টিনসেডের ঘরসহ আশপাশের বাসিন্দাদের জীবনের ঝুঁকি রয়েছে। এলাকার বাসিন্দারা জীবনঝুঁকিতে রয়েছেন।

এ ভবন নির্মানের অনুমোতি কিংবা ফায়ার সেফটি বিষয়টি জানেন না বলে গণমাধ্যমে জনিয়েছেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান। তিনি এই বিষয়টি দেখবেন এবং তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code
error: Content is protected !!