সিলেটে ভয়ঙ্কর যাত্রীবেশী ছিনতাইকারী | তদন্ত রিপোর্ট

রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় হাত বাড়ালেই মিলছে মাদক, পুলিশের উদাসীনতার অভিযোগ ভাঙ্গুড়ায় জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সাঁথিয়ায় ভেলাবাইচ বাতিল নিয়ে উত্তেজনা: দুই গ্রামে সংঘর্ষ, আহত অন্তত ২৫ জ্ঞানমূলক কিছু কথা বললেন সাংবাদিক দোয়েল । মেন্দি পাড়া হাই স্কুল মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক, নেতৃত্বে অধ্যাপক কামাল হোসেন পুরোনো বিএনপি নেতাকর্মীদের সমন্বয়ে শিমুল বিশ্বাসকে ঘিরে নির্বাচনী আলোচনা“পাবনা সোসাইটি”-এর উদ্যোগে ঐক্যবদ্ধ রাজনীতির অঙ্গীকার পাবনা ফরিদপুর ও সাঁথিয়ার যৌথ অভিযানে ৪০ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস পাবনা বিটিসিএল অফিসে অনিয়ম–অবহেলা চাহিদা নেই দাবি করলেও কোটি টাকার সরকারি ব্যয়; সেবায় ভোগান্তি, পুনর্গঠনের দাবি
সিলেটে ভয়ঙ্কর যাত্রীবেশী ছিনতাইকারী

সিলেটে ভয়ঙ্কর যাত্রীবেশী ছিনতাইকারী

সিলেটে ভয়ঙ্কর যাত্রীবেশী ছিনতাইকারী
সিলেটে ভয়ঙ্কর যাত্রীবেশী ছিনতাইকারী

Manual1 Ad Code

◾তদন্ত রিপোর্ট প্রতিবেদক: সিলেট নগরীর আম্বরখানা থেকে পাঠানটুলাস্থ রাগিব রাবেয়া হাসপাতালে সিএনজিযোগে রোগী দেখতে যাচ্ছিলেন মা-মেয়ে। যাত্রাপথে সিএনজিতে আরও দুজন যাত্রী উঠার কিছুক্ষণ পরই হঠাৎ অজ্ঞান হয়ে যান মা-মেয়ে। তবে জ্ঞান ফিরলে দেখেন স্বর্ণ ও সাথে থাকা নগদ অর্থ-কড়ি কিছুই নেই। তখন তারা চিৎকার শুরু করলে স্থানীয় জনতা জড়ো হয়ে সিএনজিসহ ছদ্মবেশী যাত্রী একজন ও সিএনজি চালককে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেন।

Manual6 Ad Code

এই মা-মেয়ে ছাড়াও নগরীর একাধিক স্থানেই সচারাচর দিনে-দুপরে এরকম ছিনতাইয়ের সম্মুখীন হচ্ছেন মানুষজন। উল্লেখ্য, সময়ে সময়ে যেনও সিলেটে এই ছিনতাইকারী চক্র আরও বেপরোয়া হচ্ছে। আর প্রতিদিনই কোথাও না কোথাও এ চক্রের সদস্যরা সর্বস্ব কেড়ে নিচ্ছে মানুষের। সর্বশেষ গত সোমবার (২০ জানুয়ারি) পৃথক দুটি ঘটনায় ৪ জন ছিনতাইকারী আটক হয় আমজনতার হাতে। এরপরে ছিনতাই কাজের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত দুটি সিএনজিসহ তাদের নিকটস্থ থানা পুলিশে সোপর্দ করেন জনতা।

Manual7 Ad Code

প্রশাসন ও ভুক্তভোগীদের তথ্যমতে- মহানগরের টিলাগড়, শিবগঞ্জ, বন্দরবাজার, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, টুকেরবাজার, আম্বরখানাসহ নগরীর বিভিন্ন এলাকায় বেপরোয়া হারে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেই বাড়ছে বেপরোয়া ছিনতাই আতঙ্ক। এতে অনেকে আবার প্রশাসনের ভূমিকা নিয়েও তুলেছেন আঙুল। যারফলে ক্রমাগত সিলেটে বাড়ছে সিএনজি মারফতে ছিনতাইকারী চক্রের ভয়ঙ্কর ফাঁদ। এ চক্রের সদস্য চালকের যোগসাজশে যাত্রীবেশে সিএনজিতে আগে থেকেই ওৎ পেতে থাকে। মানুষজন তাদের গন্তব্যে পৌঁছাতে সিএনজিতে উঠলেই সুবিধাজনক স্থানে নিয়েই তাদের সর্বস্ব কেড়ে নেয় ছিনতাইকারীরা।

ছিনতাই রোধে নানা পদক্ষেপ নিচ্ছেন ও অভিযান অব্যাহত আছে জানিয়ে কোতোয়ালি থানার ওসি মোঃ জিয়াউল হক গণমাধ্যমে বলেন- ছিনতাইকারীরা কৌশল অবলম্বন করে বেশীরভাগ সময়ে তারা যাত্রীবেশে সর্বস্ব কেড়ে নিচ্ছে। স্বর্ণ, টাকা, মোবাইলসহ গুরুত্বপূর্ণ দামি জিনিসপত্রই তাদের প্রধান লক্ষ।

Manual4 Ad Code

এদিকে গত (২০ জানুয়ারি) রাতে মিরাবাজার এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে সিএনজিসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- শাহপরান থানার বালুরচ এলাকার কাদির মিয়ার পুত্র বিল্লাল আহমদ ও জালালাবাদ থানার টুকেরবাজার ভাইয়ারপাড় গ্রামের নূর মিয়ার পুত্র আক্তার আহমদ। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিখানা জব্দ করা হয়।

ওইদিন রাতে পাঠানটুলা এলাকায় ছিনতাইকালে আরও ২ জন ছিনতাইকারীকে আটক করা হয়। তারা হচ্ছেন- মোগলাবাজার থানার পশ্চিমপাড়ার হাসামপুর গ্রামের মোঃ ছিদ্দিক আলীর পুত্র মোঃ হামিদুর রহমান ও নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকার মৃত আজমল হোসেনের পুত্র আজহার। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজিখানা জব্দ করা হয়।

পরবর্তীতে এই ৪ জন ছিনতাইকারীকে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে মর্মে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন- গত (১২ ডিসেম্বর) এমন ছিনতাইয়ের অভিযোগে নগরীর কিংব্রিজ এলাকা থেকে আরও ৪ জনকে গ্রেফতার করেছিলো কোতোয়ালি মডেল থানা পুলিশ। তখন তাদের কাছ থেকেও ছিনতাইকৃত টাকা ও মালামাল উদ্ধার করা হয়েছে। অপরদিকে গত নভেম্বর মাসে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধকান্ড নিয়ন্ত্রণে ‘হোন্ডা টহল ডিউটি’ নামে বিশেষ একটি টিম গঠন করে সিলেট মহানগর পুলিশ। রাতে ও দিনে মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকায় টহল চালায় এ টিমের সদস্যরা।

চালকরা এসবের সাথে জড়িত তা সত্য নয় বলে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা গণমাধ্যম জানান- অনেক সময় যাত্রীবেশে একটা চক্র এই কাজ করছে। আবার কেউ কেউ মালিকদের বেশী ভাড়া দিবেন বলে গাড়ি নিয়ে ভাসমানভাবে যাত্রী তুলে এসব অপর্কম করে যাচ্ছে। আমরা সাংগঠনিকভাবে বিষয়টি অনুসন্ধান করছি। ইতোমধ্যে দুইজনকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করেছি।

সর্বশেষে সিএনজি মালিকদের প্রতি তাদের আহ্ববান যেকোন চালককে গাড়ি দেওয়ার আগে তাদের এনআইডিসহ সবকিছু যাচাই-বাছাই করে যেনও গাড়ি দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code
error: Content is protected !!