ওসির স্ত্রী কোটিপতি | তদন্ত রিপোর্ট

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
লোহাগড়া উপজেলায় খাল থেকে মানুষের ক’ঙ্কা’ল উদ্ধার,, ধানখেত থেকে নারীর লাশ উদ্ধার  নযথাযোগ্য মর্যাদায় পালিত হলো নাচোলের রাণী ইলা মিত্রের জন্মশত বার্ষিকী এইচএসসি ও সমমানের ফলাফল উপলক্ষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের দুই নেতার শুভেচ্ছা ও প্রেরণার বার্তা “তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বড়াইগ্রামে জামায়াতের শান্তিপূর্ণ মহাসমাবেশ” নোঙর সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান এর ৫৯ তম জন্মদিন পালন করলো উত্তরণ পাবনা  বড়াইগ্রামে জামায়াতে ইসলামী’র বিশাল জনসভা শুক্রবার — জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে প্রস্তুত প্রশাসন পুঠিয়ার শিলমারিয়ায় সনাতনী ও অন্যান্য সম্প্রদায়ের নারীদের সঙ্গে মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস সিলেটে আ.লীগ নেতা বালু আপ্তাব পুলিশের জালে
ওসির স্ত্রী কোটিপতি

ওসির স্ত্রী কোটিপতি

Manual2 Ad Code

তদন্ত রিপোর্ট: পতিত স্বৈরাচার সরকারের দোসর, এক সময়ের প্রভাবশালী পুলিশ ইন্সপেক্টর (ওসি) এ এস এম সামছুদ্দিন এর পুলিশের চাকরি যেন সোনার হরিণ। আওয়ামী লীগের অন্যতম দোসর পুলিশ ইন্সপেক্টরের দায়িত্ব পালন করে অবৈধভাবে আয় করেছেন কোটি কোটি টাকা। মিরপুর, ফার্মগেট, মাতুয়াইল সহ দেশের বিভিন্ন জায়গায় কিনেছেন নামে বেনামে প্লট ও ফ্লাট।

Manual6 Ad Code

তিনি তার সম্পত্তি কিনেছেন বেশিরভাগ তার স্ত্রীর নামে, স্ত্রীর পেশা গৃহিনী হলেও তিনি এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক । ঢাকার মিরপুরে পূর্ব মনিপুর হোল্ডিং নম্বর ৭৭/এ,বড় বাগ,মৌজা-সেনপাড়া পর্বতা, ৪.৬১ শতাংশ জমি ক্রয় করেছেন তার স্ত্রী সাজিয়া আফরিন রুনার নামে। জমি ক্রয়ের অর্ধেক দামে দলিল করে, কয়েক লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন বলে জানা গেছে । অনেকে প্রশ্ন করেন, পুলিশ পরিদর্শকের স্ত্রী গৃহিণী হয়েও সাজিয়া আফরিন রুনা কি করে কয়েক কোটি টাকার জমি কিনলেন।

Manual1 Ad Code

আশে পাশে মহল্লার সবাই ওসি সাহেবের বাড়ি হিসেবে চেনেন । স্থাপনা দুই তলা থাকলেও দলিলে দেখানো হয়েছে টিনশেড । দলিল নং ৫৪৪৯ সূত্রে জানা যায়,দাতা মরিয়ম বেগম শিরিন স্বামী মোঃ কামাল উদ্দিন, পিতার নাম -নাজিম উদ্দিন আহমেদ, মাতার নাম-জাহানারা বেগম, পেশায়-গৃহিণী । স্বামী কামাল উদ্দিন মৃত্যুর পূর্বে ২১/০৪/২০১০ সালে ঢাকা সিটি জরিপে ৫৩১০ নং খতিয়ানে ৬.৪১ শতাংশ জমি মরিয়ম বেগম শিরিনের নামে মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত ৪৮৭৭ নম্বর ডিক্লারেশন অব হেবা বা হেবার ঘোষণাপত্র দলিল দ্বারা তিনি মালিক হন ।

তার ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে টাকার দরকার হলে গত ১১/০৭/২০১৯ সালে সাজিয়া আফরিন রুনা, স্বামী এ,এস,এম সামছুদ্দিন বর্তমানে সিটি এসবি মিরপুর থানার ইন্সপেক্টর হিসেবে কর্মরত। পিতার নাম-আমিনুল হক ভূঁঞা , মাতার নাম-সালেহা খানম, পেশা-গৃহিনী বর্তমান ঠিকানা-১০৩০ পূর্ব মনিপুর, ফ্ল্যাট নাম্বার ‘৩-এ’ কাঠালতলা, (স্ত্রীর নামে কেনা ফ্লাট সেভেন আপ গলি) মিরপুর ঢাকা-১২১৬ এর নিকট ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের, ১৩ নম্বর ওয়ার্ড এর,সেনপাড়া পর্বতা মৌজার খতিয়ান নম্বর – সি,এস-২৫৮ ,এস,এ-২৮২,আর,এস-২৬৯২/১, ঢাকা সিটি জরিপে -৫৩১০তফসিল বর্ণিত জমির মুল্য ৯৭ লক্ষ ৫ হাজার টাকা ও টিনশেড ঘরের মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং মোট মূল্য ১ কোটি ১ লক্ষ ৫৫ হাজার টাকা দেখানো হয়েছে । জমির দাতা ও একাধিক উপস্থিত সাক্ষীদের মাধ্যমে জানা যায়, জমি বিক্রি করা হয়েছে ২ কোটি ১৩ লক্ষ টাকা, দলিলে টিনশেড লেখা থাকলেও সেখানে আছে দুই তলা পাকা বাড়ি ।

আয়কর অফিসের সূত্রমতে, ওসি এ এস এম সামছুদ্দিন ২৪-২৫ অর্থবছরে তার আয় দেখিয়েছেন বাৎসরিক ১০ লক্ষ ১০ হাজার টাকা, এবং তার স্ত্রী আয় দেখিয়েছেন বাৎসরিক সাড়ে তিন লক্ষ টাকা । স্ত্রীর ৩.৫ লক্ষ টাকা আয় দেখিয়ে ও কিনেছেন তার নামে কোটি কোটি টাকার জমি,প্লট ও ফ্লাট । বর্তমান যে দুই তলা বাড়িটি তিনি ক্রয় করেছেন সেই বাড়িতে সব মিলিয়ে ২৮টি রুম আছে, রুমের ভাড়া ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা করে, সেই হিসেবে শুধুমাত্র একটা বাড়ি থেকেই তার প্রত্যেক মাসে ভাড়া উঠে এক লক্ষ সত্তর হাজার টাকা ।

যেটা বাৎসরিক হিসেবে আসে বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা । রাজস্ব ফাঁকি দিতেই তিনি দুই কোটি তের লক্ষ টাকার জমি দলিলে দেখিয়েছেন এক কোটি এক লক্ষ ৫৫ হাজার টাকা, শুধু একটি বাড়ি থেকে আয় আসে, বাৎসরিক একুশ লক্ষ চল্লিশ টাকার ,আয় দেখিয়েছেন সাড়ে তিন লক্ষ টাকা ।

Manual7 Ad Code

এ বিষয়ে বিস্তারিত জানতে ,এ এস,এম সামছুদ্দিনকে বারবার ফোন করলেও তিনি ধরেননি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও তিনি কোন উত্তর দেননি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code
error: Content is protected !!